বৃহস্পতিবার চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। এ তালিকায় ৯০৮ প্রার্থী জায়গা পেয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪১৫ জন, হল সংসদে ৪৭৩ জন এবং হোস্টেল সংসদে ২০ জন রয়েছেন। এর পাশাপাশি খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে।
ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা মুছে দেয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) অনার বোর্ডে ছিলো না মাহমুদুর রহমান মান্নার নাম। তিনি চাকসুর জিএস ও নাগরিক ঐক্যের আহবায়ক।
নিষিদ্ধ ছাত্রলীগের মুছে দেওয়ার ১০ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) অনার বোর্ডে লেখা হয়েছে মাহমুদুর রহমান মান্নার নাম। এরআগে বোর্ড থেকে ২০১৫ সালে নাগরিক ঐক্যের আহবায়ক ও চাকসুর জিএস মান্নার নাম কালো কালি দিয়ে মুছে দিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।